একুশের ভোটে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তিনি। ভোট মেটার পর নন্দীগ্রামের সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বেশ অস্বস্তিতে ছিলেন। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জেরা করেছে সিবিআই। রেকর্ড করা হয়েছে বয়ানও। কিন্তু আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন শেখ সুফিয়ান। রক্ষাকবচ দিল হাইকোর্ট। আগামী ৯ নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না এই তৃণমূল নেতাকে।

প্রসঙ্গত, ভোটের ফলাফল বেরোনোর পর গত ৩ মে, নন্দীগ্রামের চিল্লা গ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক বলে পরিচিত দেবব্রত মাইতির উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পর ১৩ মে মারা যান দেবব্রত। ঘটনার তদন্তে নেমেছে একাধিকবার নন্দীগ্রামে গিয়েছে সিবিআই টিম। সরাসরি অভিযোগ ওঠে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে হলদিয়ার একটি গেস্ট হাউসে সুফিয়ানকে জেরাও করেছেন তদন্তকারীরা।

এদিকে গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। আজ, বুধবার এই মামলার শুনানির পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ শুনানি শেষ না হওয়া পর্যন্ত শেখ সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না বলেই জানিয়ে দেন।

আরও পড়ুন- একগুচ্ছ পরীক্ষার সূচি ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, জানুন বিস্তারিত
