Saturday, December 20, 2025

বলিউডকে উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যেতেই মাদকের গল্প তৈরি করেছে BJP, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

Date:

Share post:

মুম্বইয়ের মাদক মামলায় প্রথম থেকেই এনসিবি ও বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nabab Malik)। বৃহস্পতিবার শাহরুখ পুত্র আরিয়ান খান জামিন পাওয়ার পর ফের একবার বিস্ফোরক মন্তব্য করেছেন নবাব। তিনি অভিযোগ, মুম্বইয়ের মাদক মামলার সঙ্গে বিজেপি জড়িত। এটা বিজেপির একটা চক্রান্ত। গেরুয়া দল চায়, মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে উত্তরপ্রদেশে নিয়ে যেতে। তাই বলিউডের গায়ে কালি ছেটাতে বিজেপি পরিকল্পিত ষড়যন্ত্র করেছে।

উল্লেখ্য, ২০২০-র মাঝামাঝি নাগাদ বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে মাদকের কথা সামনে আসে। সে সময়ে অভিযোগ ওঠে, বলিউডের অনেক তারকা এবং তাঁদের ছেলেমেয়েরা মাদকাসক্ত। চলতি মাসের প্রথমেই শাহরুখের বড় ছেলে আরিয়ান খানকে এক প্রমোদতরী থেকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ২৬ দিন জেলে কাটানোর পর বৃহস্পতিবারই জামিন পেয়েছেন আরিয়ান। আরিয়ানের জামিনের পরে বিজেপির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন এই প্রবীণ এনসিপি নেতা।
সংবাদমাধ্যমকে নবাব বলেন, সকলেরই মনে আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যে স্বপ্নের ফিল্মসিটি করার কথা ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের নয়ডায় ওই ফিল্মসিটি গড়ে তোলার পরিকল্পনা করেছেন যোগী। ওই কাজের জন্য ইতিমধ্যেই তিনি মুম্বইয়ের চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় কলাকুশলীদের সঙ্গে যোগাযোগও করেছেন। বলিউডকে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিজেপি রীতিমতো পরিকল্পনা করে কাজে নেমেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবাব আরও বলেন ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’। এই মন্তব্যের মাধ্যমে নবাব এটাই বলতে চেয়েছেন যে, আগামী দিনে আরিয়ান মামলা আরও নতুন কোনও মোড় নিতে চলেছে।

সমীরের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে অবশ্য বৃহস্পতিবার নবাবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নবাব কোন মন্তব্য করতে চাননি। তবে শেষ পর্যন্ত তিনি জানান, আদালত বা পুলিশের কাছেই তিনি যা বলার বলবেন। তিনি কাউকে ভয় পান না।

আরও পড়ুন- কোনও মহিলাও হতে পারেন ভারতীয় সেনার প্রধান, আশাবাদী নারাভানে

 

spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...