Sunday, November 9, 2025

কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মূলপর্বে যেতে মরিয়া ভারতীয় দল

Date:

Share post:

আমিরশাহি ম্যাচ ভুলে শনিবার, অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ যোগ‍্যতা অর্জন পর্বের ( AFCU23) ম‍্যাচে কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামছে ইগর স্টিমাচের (Igor stimac) প্রশিক্ষণাধীন ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। প্রতিপক্ষ এবার কিরঘিজ প্রজাতন্ত্র। শক্তিশালী ওমানকে হারিয়ে চমক দিলেও আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুহূর্তের ভুলে একমাত্র গোলে হেরে যায় ভারত (india)। তবু এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের ভাল সুযোগ রয়েছে রহিম আলিদের কাছে।

ভারতের গ্রুপ বেশ আকর্ষণীয় জায়গায় রয়েছে। চার দলেরই পয়েন্ট সমান। এমনকী সমসংখ্যক গোল হজম করেছে গ্রুপের সব ক’টি দল। তাই শনিবার কিরঘিজকে হারালে এশিয়ান কাপের মূলপর্ব কার্যত নিশ্চিত করে ফেলবে ভারত। ড্র করলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ওমান-আমিরশাহি ম্যাচের দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচের আগের দিন কোচ ইগর ফুটবলারদের বলেছেন, ‘‘ভুলে যাও আগের ম্যাচ। তিন দিনের মধ্যে আরও একটা ৯০ মিনিটের লড়াই। কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে এটা নির্ণায়ক ম্যাচ। তৈরি হও তোমরা।’’

ক্রোয়েশিয়ান কোচ আরও বলেন, ‘‘আমাদের লড়াইয়ের জন্য উত্তেজিত হওয়া প্রয়োজন কিন্তু অতি-উৎসাহী হলে চলবে না। এই ধরনের ম্যাচে সবাইকে মাঠে ১০১ শতাংশ দিতে হবে। একই সঙ্গে আমাদের ধৈর্য ধরতে হবে।’’

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খুব ভাল ফুটবল খেলছেন বাংলার রহিম আলি। মোহনবাগান অ্যাকাডেমির প্রাক্তন এই স্ট্রাইকার বলেছেন, ‘‘আমাদের প্রত্যেককে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ববোধটাই গোটা দলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’’ মিডফিল্ডার আপুইয়া বলেছেন, ‘‘শক্ত গ্রুপ থেকে মূলপর্বে যেতে পারলে দারুণ খুশি হব। আমরা নিজেদের উজাড় করে দিতে চাই।’’

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...