দীর্ঘ ১৭ দিন দিল্লির এইমস হাসপাতালে(Delhi AIIMS Hospital) চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং(Manmohan Singh)। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন।

গত ১৩ অক্টোবর দিল্লির এইমস কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। জানা যায় জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর শরীরে। কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তাঁর বাড়ি ফিরে আসায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে পরিবার।
আরও পড়ুন:মোদি সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট, টুইট করলেন হিন্দিতে

উল্লেখ্য, ৮৯ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শরীরটা বিগত কয়েক মাস ধরেই খারাপ যাচ্ছিল। গত এপ্রিল মাসে করোনা টিকার জোড়া দেওয়ার পর মারণ ভাইরাস থাবা বসায় তাঁর শরীরে। রীতিমতো চিকিৎসকদের বোর্ড গঠন করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলে তাঁর। তবে ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। গত বছর মে মাসে ও বুকে ব্যথা নিয়ে এমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং।
