আরও একবার জামিনের আর্জি খারিজ হল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বন্ধু সিদ্ধার্থ পিঠানির (Siddharth Pithani)। ২০২০ সালের জুন মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদকযোগের (Drug Case) হদিশ পাওয়া যায়।

একই ফ্ল্যাটে থাকতেন সুশান্ত এবং সিদ্ধার্থ। শনিবার বিশেষ এনডিপিএস আদালত আবারও সিদ্ধার্থের জামিনের আর্জি খারিজ করে দেয়। এ বছর ২৮ মে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) আধিকারিকরা হায়দরাবাদ থেকে পিঠানিকে গ্রেফতার করে। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতেই রয়েছেন।
আরও পড়ুন-শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২৭(এ) ধারা সহ আরও একাধিক ধারায় পিঠানিকে গ্রেফতার করা হয়।

