Sunday, November 2, 2025

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো

Date:

Share post:

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হবে। সকালেই  দেবী সেজেছেন সাবেক গয়নায়।  সাবেক ধাঁচে বেনারসি পরানো হয়েছে মাকে। ভোর পাঁচটার দিকে খোলা হয়েছিল মন্দির।  ফের দুপুর ৩টেয় নাগাদ মন্দির খুলবে।  তারপর থেকে সারা রাত খোলা থাকবে ভক্তদের জন্য।
ভক্তের জোয়ারে সকাল থেকেই জনতার জোয়ার দক্ষিণেশ্বরে।  এবারও মন্দিরে প্রবেশের ব্যাপারে রয়েছে একাধিক কড়া নিয়ম।  দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়মই মানা হচ্ছে কঠোর ভাবে।এছাড়া কোনও উপায় নেই বলে জানালেন ট্রাস্টির প্রধান কুশল চৌধুরী।
এদিন ভোর থেকেই মন্দির চত্বরের বাইরের অংশে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে দেখা যায় ভক্তদের সমাগম।  করোনা আবহে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে ।  এবার মন্দিরে লাগানো জায়েন্ট স্ক্রিনে পুজো দেখা যাবে না।  মন্দিরের চাতালে একসঙ্গে ২০০ জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  একসঙ্গে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে না।
দক্ষিণেশ্বর মন্দির নিয়ে গোটা দেশের মানুষের আলাদাই আবেগ জড়িয়ে।  তাই কোভিড বিধি মেনেই সব কাজ হচ্ছে।  মন্দিরে প্রবেশের আগে ভক্তদের তাপমাত্রা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে।  স্যানিটাইজার টানেল পেরিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার প্রসাদ দেওয়া হচ্ছে না। পুজো দেওয়া হয়ে গেলেই ছেড়ে দিতে হচ্ছে মন্দির চত্বর।  কোথাও কোনও ভক্তকে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।  তবে কোভিড কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার মায়ের পূজোয় মেতেছে দক্ষিণেশ্বর।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...