১ডিসেম্বর থেকে অফ লাইন ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীতে

আগামী ১ ডিসেম্বর থেকে অফলাইন ক্লাস শুরু হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati off line classes will be started) । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছে। যদিও ১ তারিখ থেকে সব পড়ুয়ার ক্লাস শুরু হবে না । স্নাতক, স্নাতকোত্তরের লাস্ট সেমিস্টার এবং এমফিলের পড়ুয়াদের জন্য আপাতত অফ লাইন ক্লাস শুরু হচ্ছে। সেইসঙ্গে ডিসেম্বরেই পাঠভবনের নবম এবং দশম শ্রেণির ছাত্রদের ক্লাসও শুরু হবে বলে জানানো হয়েছে।

তবে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এখনই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেক্ষেত্রে স্থানীয় এবং আবাসিক সব পড়ুয়াদের জন্যই ক্লাস চালু হলেও যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তারা কোথায় থাকবেন সে দায়িত্ব তাদেরকেই নিতে হবে । বিশ্বভারতী কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও দায়িত্ব দিতে অপারগ বলে জানিয়ে দেওয়া হয়েছে । পরিস্থিতি ঠিকঠাক থাকলে পরের বছর জানুয়ারিতে ফের হস্টেল খুলে দেওয়া হতে পারে বলে পারে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। । তবে অফ লাইন ক্লাসে অংশ নিতে গেলে দুটি টিকার ডোজ সম্পূর্ন থাকতে হবে । দু’টি টিকার শংসাপত্র দেখানোর পরেই ক্লাস করার অনুমতি পাবেন পড়ুয়ারা।

Previous articleনিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো
Next articleআরিয়ান কাণ্ডে পাশে থাকার বার্তা দিয়ে শাহরুখকে চিঠি রাহুলের