সম্ভবত চলতি মাসের ২৯ তারিখে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session of Parliament) । চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। সোমবার কেন্দ্রের কাছে এই মর্মেই প্রস্তাব পাঠিয়েছে ক্যাবিনেট কমিটি অফ পার্লামেন্টরি অ্যাফেয়ার্স । সংসদ ভবন (Parliament of India) সূত্রে এমনটাই জানা গিয়েছে । বাদল অধিবেশনের মতোই সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলবে শীতকালীন অধিবেশন । তবে নতুন আর কোনও নিয়ম- নীতি প্রযোজ্য হবে কী না সে ব্যাপারে জানানো হয়নি এখনো কিছু।

সব মিলিয়ে সংসদের (Parliament ) অধিবেশন চলবে ২০ দিন । গত বছর করোনার জেরে বাদ দিতে হয়েছিল শীতকালীন অধিবেশন। কাটছাঁট হয়েছিল বাজেট ও বাদল অধিবেশনও। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ পার্লামেন্টরি অ্যাফেয়ার্স এই প্রস্তাব পাঠিয়েছে।
