Wednesday, August 27, 2025

India-New Zealand: রাঁচিতে ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

শুক্রবার রাঁচিতে ভারত-নিউজিল‍্যান্ড ( India- New Zealand) টি-২০ ( T-20) সিরিজের দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারতীয় দল ( India team)। এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা ( Rohit sharma)। শুক্রবার রাঁচিতে দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

রাঁচির মুল শহর থেকে ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়াম প্রায় ১৩-১৪ কিলোমিটার। জায়গাটার নাম বিরসা নগর। লোকে চেনে ধুরুয়া বলে। একটু ফাঁকা জনপদ। তার মধ্যে হাজার পঞ্চাশেক আসনবিশিষ্ট অত্যাধুনিক ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়াম। কোভিড পরবর্তীকালে আবার ক্রিকেটের বড় আসর ছোট্ট শহরে। খোঁজ নিয়ে জানা গেল গোটা দুয়েক কারণে শুক্রবারের ম্যাচ নিয়ে বেশ আগ্রহ তোইরি হয়েছে জনমানসে। এক তো এই যে, করোনায় ঘরবন্দি মানুষের সামনে মুক্ত বাতাসের মতো ফিরেছে ক্রিকেট। তার উপর আবার জয়পুরে প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দেওয়ায় খুব খুশি হয়েছেন স্থানীয়রা। এই জয়কে বিশ্বকাপে হারের জবাব হিসাবে দেখছেন অনেকে।

বুধবারের ম্যাচে ১৭তম ওভারে সুর্যকুমার যাদব যখন আউট হয়ে গেলেন, ভারত কিন্তু কিছুটা চাপে পড়েছিল। ম্যাচের পর রোহিত সেটা স্বীকার করেছেন। কিন্তু ঠান্ডা মাথায় ঋষভ ম্যাচ বের করে নিয়ে যান। মার্টিন গাপ্টিল আর মার্ক চ্যাপম্যান যেভাবে ইনিংস শুরু করেছিলেন, তাতে রক্তচাপ বাড়ছিল ভারতীয় ড্রেসিংরুমে। ৪২ বলে ৭০ রান করা গাপ্টিলকে শুক্রবারের ম্যাচেও তাড়াতাড়ি ফেরানো লক্ষ্য থাকবে ভারতীয় বোলারদের। লাল মাটির এই উইকেটে টি-২০ ম্যাচে অ্যাভারেজ স্কোর ১৫২। তবে রাতের দিকে শিশির সমস্যায় ফেলতে পারে দুটো দলকেই। সুতরাং বিশ্বকাপের মতোই টস একটা ফ্যাক্টর হতে যাচ্ছে।
রোহিত জয়পুরের ম্যাচে রান পেয়েছেন। কিন্তু ট্রেন্ট বোল্টের স্লোয়ার বাউন্সারে ঠেকে গিয়েছেন ৪৮ রানে। হিটম্যান ঠিক যখন আরও বড় ইনিংস খেলার দিকে এগোচ্ছেন, তখনই বোল্ট এই ধাক্কা দিয়েছেন। তবে তিনে নামা সুর্যকুমার বাকি কাজটা সেরে দেন। এই প্রথম পুরো সময়ের অধিনায়ক হিসাবে খেলছেন রোহিত। সঙ্গে নতুন কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের হট সিটে বসা দ্য ওয়ালের কানের পাশের চুলে এবার আরও পাক ধরতে পারে, কিন্তু রোহিত-রাহুল জুটির মহরত কিন্তু জমে গিয়েছে। কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল নিয়ে গিয়ে একদিনের সিরিজ জিতে এসেছেন দ্রাবিড়। শুক্রবার রাঁচিতে জিতলে এই সিরিজও তাঁর হাতে চলে আসবে। এই সিরিজের শেষ ম্যাচ রবিবার কলকাতায় অনুষ্ঠিত হবে।

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর রাঁচির চোখ এখন ঝাড়খণ্ড ক্রিকেটার ইশান কিশানের দিকে। ইশান অবশ্য পাটনার ছেলে। খেলেন ঝাড়খণ্ডের হয়ে। প্রথম ম্যাচে তাঁর দলে জায়গা হয়নি। এই ম্যাচেো রোহিত উইনিং কম্বিনেশন ভাঙবেন বলে মনে হয় না। তবু ‘হামারা ইশান’ বলে লোকজন মাঠে আসবেনই। শুধু প্রশ্ন, গ্যালারির কতটা ভরবে শুক্রবারের ম্যাচে।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...