Saturday, November 15, 2025

কৃষি আইন প্রত্যাহার মোদির: একনজরে একবছরের লড়াই

Date:

Share post:

কৃষকদের(farmer) দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গুরু নানকের জন্মদিনে ৩ কৃষি আইন প্রত্যাহার করেছে মোদি সরকার। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, তিন কৃষি আইন(farm law) সম্পর্কে কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার। বিতর্কিত আইন প্রত্যাহারের পাশাপাশি দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি। যদিও এই পুরো প্রক্রিয়ার পিছনে ভোট কৌশল দেখছে রাজনৈতিক মহল। কারণ আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে আইন প্রত্যাহারের মাধ্যমে ভাবমূর্তি ঠিক করার পথে বিজেপি।

গতবছর সেপ্টেম্বর মাসে ৩ কৃষি বিলকে আইনে রূপান্তরিত করে সরকার। এরপর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন দেশের কৃষকরা। দিল্লি সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান-বিক্ষোভের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে ট্র‍্যাক্টর চালিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষক৷ যা পরবর্তীতে বিক্ষোভের রূপ নেয়। রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজধানী। কৃষকদের ওপর বলপ্রয়োগ করতেও পিছু হটেনি সরকার। লালকেল্লা অভিযান রত কৃষকদের উপর চলে লাঠিচার্জ ও জলকামান প্রয়োগ। নানা মহল থেকে চেষ্টা চালানো হয় কৃষকদের দেশবিরোধী আখ্যা দেওয়ার। যদিও কোনো ষড়যন্ত্র থামাতে পারেনি কৃষকদের। দীর্ঘ আন্দোলনে এখনো পর্যন্ত ৭০০-র বেশি কৃষকের মৃত্যু ঘটে। এত জন কৃষকের মৃত্যুর পরও সরকারের মৌনতা আন্দোলনকে আরো দৃঢ় করে তোলে। নানা জায়গায় কৃষকদের ওপর নেমে আসে আক্রমণ। লখিমপুরখেড়িতে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। সিঙ্ঘু সীমান্তেও অবস্থানরত কৃষকদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন:Sukhendusekhar Roy: মোদি যুগের শেষের শুরু হয়ে গিয়েছে,প্রতিক্রিয়া সাংসদ সুখেন্দুশেখরের

এদিকে শুরু থেকেই এই কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অবিজেপি সমস্ত রাজনৈতিক দল কৃষকদের পাশে দাঁড়ান। বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয় শুধুমাত্র বড় ব্যবসায়ীদের সুবিধা করে দিতে এই আইন এনেছে সরকার এতে কৃষকদের বিপদ বাড়বে ছাড়া কমবে না। সংসদের অন্দরে ও বাইরে এই আইনের বিরুদ্ধে বারবার মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে বিরোধী দলগুলি। সরকারের ওপর বিরোধী শিবিরের চাপে ক্রমশ কোণঠাসা হয়েছে মোদি সরকার। পাশাপাশি কৃষকদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ৩ কালো আইন প্রত্যাহারে কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী নেতৃত্বরা।

spot_img

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...