Monday, May 5, 2025

Agartala:’খেলা হবে’ বলার জন্য সায়নী গ্রেফতার হলে প্রধানমন্ত্রী নয় কেন? প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস
সায়নীকে কেন গ্রেফতার করা হলো? খেলা হবে বলেছেন বলে? বাংলায় এসে নরেন্দ্র মোদিও তো বলেছেন খেলা হবে। তাকেও তো তাহলে  গ্রেফতার করতে হয়! মঙ্গলবার সকালে আগরতলায় নেমেই অভিষেকের প্রশ্ন, কী ভেবেছে ত্রিপুরার বিজেপি? আমাদের ধমকে-চমকে মুখ বন্ধ করবে? অন্যায়ভাবে গ্রেফতার করে ভয় দেখাবে? তবে ভুল ভেবেছে। ত্রিপুরার এই জঙ্গলের রাজত্ব থাকবে না। মানুষ বদলে দেবে। আর তৃণমূল কংগ্রেসই তা পারে। আমরাই ত্রিপুরাকে বদলে দেব। আগরতলা পৌঁছেই সরাসরি তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।
বললেন, বারবার আমার সভা বাতিল করছে। ১২.৩৭ মিনিটে প্রশাসন বলছে, ১২-২, এই সময়ের মধ্যে সভা করতে পারবে। মানে কী? দু’ঘন্টা তো মঞ্চ তৈরিতে চলে যাবে! আসলে লক্ষ্য হলো, যেমন করে হোক আমার পদযাত্রা বাতিল করা।

আগরলায় সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। আগেই পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। অভিষেক আসার আগেই বিমানবন্দরের মূল ফটকের গায়ে একটি পরিত্যক্ত ব্যাগ মেলে। প্রশ্ন, ওইরকম হাই সিকিউরিটি জোনে কীভাবে ওই ব্যাগ পৌঁছল? ব্রাত্য বলেন, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওরা ভয় পেয়েছে। ওকে আটকাতে ওরা মরিয়া। তাই এসব করছে। মানুষ দেখছেন।
অভিষেক বলেন, এখানে কী চলছে? সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। থানায় ঢুকে মারা হচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের মারা হচ্ছে। কোর্টে আইনজীবীকে মারা হচ্ছে। হাসপাতালে ডাক্তারকে। এটা তো আসলে জঙ্গলের রাজত্ব। মুখ্যমন্ত্রীকে বলব, রাগ থাকলে আমার ওপর মেটান। ত্রিপুরার মানুষকে কেন ব্যতিব্যস্ত করছেন? অভিষেক বলেন, এর মাঝেও আশার কথা, চিত্তরঞ্জনের মানুষ এই গুণ্ডামির বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে থানা ঘেরাও করেছেন। এতেই বোঝা যায় মানুষ কতোটা বিরক্ত।
বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমি, কংগ্রেস-সিপিএম নই যে, ভয়ে সরে যাব। ধমকে চমকে আমাদের আটকে রাখা যাবে না। আমরা মাথা নত করব না। মহিলাদের মারছে, প্রকাশ্যে মারছে, প্রার্থীদের মারছে। এই অরাজক অবস্থা চলতে পারে না। বদল হবেই।

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...