Monday, November 10, 2025

Sayani: ত্রিপুরার আঁচ কলকাতায়, সায়নীর গ্রেফতারের প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের 

Date:

Share post:

(প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের )

ত্রিপুরায় বারবার আক্রান্ত তৃণমূল। বিজেপির দলদাস পুলিশ অন্যায়ভাবে হেনস্থা করছে তৃণমূলের (Tmc) শীর্ষ নেতৃত্বকে। তা চরমে ওঠে রবিবার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারে। শুধু তাই নয়, থানার মধ্যে দফায় দফায় বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হন তৃণমূল নেতৃত্বে। এর প্রতিবাদে সোমবার সকালে কলকাতায় বিজেপির (Bjp) সদর দফতর 6 নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হতে স্লোগান দেন তাঁরা।

আন্দোলনরত তৃণমূল নেতা বলেন, বাংলার গণতন্ত্র রয়েছে। সেই কারণেই বিজেপি পার্টি অফিস রয়েছে। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। তারা দখলদারি করে না। তৃণমূলের অভিযোগ, সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করতেই এই চক্রান্ত।

ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাওয়ার আগে অভিষেক বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। আইন শৃঙ্খলা নেই। আক্রান্ত সংবাদমাধ্যমও। “আমাকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। আমরা মাথা নত করব না।” আন্দোলনের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার সময় না পেয়ে নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা।

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...