Monday, May 5, 2025

SSKM Nurses Agitation : বেতন বৈষম্য ও বদলির অভিযোগে এসএসকেএম থেকে মিন্টো পার্ক পর্যন্ত মিছিল নার্সদের

Date:

Share post:

টানা ১৫ দিন ধরে এসএসকেএম-এর নার্সদের(SSKM Nurses Agitation) বিক্ষোভ, আন্দোলন চলছেই। বেতন বৈষম্য ও বদলির অভিযোগে শনিবার মিছিল করেন

নার্সরা। মিছিল যায় এসএসকেএম (SSKM to Minto Park) থেকে মিন্টো পার্ক পর্যন্ত। এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখিয়ে ফের এসএসকেএমে ফিরে আসে মিছিল।

বেতন বৈষম্য, আচমকা বদলির নির্দেশের প্রতিবাদে টানা ১৫ দিন ধরে অনশন ও বিক্ষোভ আন্দোলন করছেন এসএসকেএমের নার্সরা ।আন্দোলনকারীদের অভিযোগ এসএসকেএমে অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েন ২ জন নার্স। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম আসেনি । এমনটাই দাবি আন্দোলনকারীদের। এদিকে এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে নার্সদের আন্দোলন সম্পর্কে রিপোর্ট দিতে আরো দুদিন সময় চাইল রাজ্য। হাসপাতাল চত্বরে নার্সদের আন্দোলন নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা ইউথ ফ্রন্ট নামে একটি সংগঠন হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে। সেখানে বলা হয়েছে, হাসপাতাল চত্বরে এই ধরনের আন্দোলন চলতে পারে না। এর ফলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে নার্সদের সংগঠনের দাবি, পে স্কেল নিয়ে দীর্ঘ দিন ধরে বঞ্চনার শিকার হয়েই তারা এই প্রতিবাদে রাস্তায় নেমেছেন । আগামী সোমবার রাজ্য রিপোর্ট দিলে তারপর পরবর্তী শুনানি।

এসএসকেএমের নার্সদের এই বিক্ষোভ ও আন্দোলনের সূত্রপাত পুজোর প্রায় মাস তিনেক আগেই। বেতন বৈষম্যের প্রতিবাদে এসএসকেএম চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিলেন নার্সরা। সে সময় নিজেদের দাবি নিয়ে তাঁরা স্বাস্থ্য ভবনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। জানা গিয়েছে, সে সময় স্বাস্থ্য ভবনের তরফে আন্দোলনকারী নার্সদের আশ্বস্ত করা হয় যে, মাস তিনেকের মধ্যেই সেই সমস্যার সমাধান করা হবে। বৈতন বৈষম্য দূর করার , সম কাজে সম বেতন ইত্যাদি যে যে দাবি রয়েছে, তার সবকটিই গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কিন্তু

আন্দোলনকারীদের অভিযোগ, তিন মাসের সময়সীমা যখন শেষ হয়ে আসছে, তখন আচমকাই স্বাস্থ্য ভবনের তরফে একটি বদলির নির্দেশিকা জারি করা হয়। সেখানে ৩৫ জন নার্সকে বদলি করা হয়েছে। এই ৩৫ জনের মধ্যে এমন ১১ জন রয়েছেন, যাঁরা সে সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ওই ১১ জনকে ডিম রিলিজ করা হয়েছে। অর্থাৎ তাঁরা বর্তমানে যেখানে কর্মরত, সেখানে তৎক্ষণাৎ কাজ শেষ করে যেখানে বদলি করা হল, সেখানে দ্রুত কাজে যোগ দিতে হবে। এই বদলির নির্দেশকে আন্দোলনকারীরা প্রতিহিংসা স্বরূপ বলে মনে করেছিলেন।

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...