Saturday, August 23, 2025

KMC 28: ভোটে জিতে কী করবেন জানালেন আইনজীবী অয়ন চক্রবর্তী

Date:

Share post:

কলকাতা পুরসভার ২৮ নম্বর (KMC 28) ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী অয়ন চক্রবর্তী। দীর্ঘদিন রাজনীতি করলেও প্রথমবার রাজ্যের শাসকদলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’এর প্রতিনিধি তৃণমূলের প্রার্থীর সঙ্গে কথা বলছেন।

প্রথমবার ভোটে দাঁড়ানোর অনুভূতি কেমন?

আইনজীবী অয়ন চক্রবর্তী জানান,”কৃতজ্ঞতা জানানোর শেষ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনীতিতে আমি অনেকদিন থেকেই রয়েছি। তবে অন্যরকম ভাবে। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছিলাম। কিন্তু আমাকে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) একজন সৈনিক হিসেবে নিযুক্ত করেছেন। এখন আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে কাউন্সিলর হওয়ার পর সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ হবে। আমি চেষ্টা করবে যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি।”

প্রার্থী তালিকায় নাম আসার পর রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। জোরকদমে চলছে প্রচার। সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে মিছিলে যোগদান করছেন।

আরও পড়ুন-Tripura: “সবে তো শুরু এবার আসল খেলা হবে”, ত্রিপুরায় সাফল্যের পর টুইট অভিষেকের

জয়ী হলে ২৮ নং (KMC 28) ওয়ার্ডের জন্য কী পরিকল্পনা?

অয়ন বলেন,”খালপাড়ে যাঁরা বসবাস করে সেখানে খুব মশার উৎপাত। তার জন্য ব্যবস্থা করতে হবে। নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে। জনপ্রতিনিধি হওয়ার পর প্রতিটি ব্যক্তির কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেব।

রাজ্যের প্রধান বিরোধী দল এখনও প্রার্থী তালিকা দিতে পারল না। কী বলবেন?

প্রার্থীর কথায়,”বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না হয়ত তাই তালিকা প্রকাশ করেনি।”

ত্রিপুরায় প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে তৃণমূল? কী বলবেন?

তিনি জানান,”বোঝাই যাচ্ছে মানুষ বিকল্প হিসেবে চাইছে তৃণমূল কংগ্রেসকেই। অবাধ ভোট হলে সেখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হত।”

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...