সাতসকালেই ক্রিকেট মহলে বড়সড় দুঃসংবাদ। মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন। পুত্র জ্যাকসনকে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন ওয়ার্ন। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রাস্তায়। বাইক থেকে ১৫ মিটার দূরে ছিটকে যান তিনি। এমনটাই জানানো হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে।
দুর্ঘটনার পরে অজি কিংবদন্তি জানিয়েছেন, “গোটা শরীরে ব্যাপক আঘাত লেগেছে। জায়গায় জায়গায় ছড়ে গিয়েছে। ব্যথা সর্বাঙ্গে।”
সিরিয়াস ইনজুরি না ঘটলেও দুর্ঘটনার পরে যন্ত্রনায় আপাতত দিশাহীন তিনি। সারা রাত ঘুমোতে পারেননি। পা অথবা নিতম্বের হাড় ভেঙে গিয়েছে, এমন আশঙ্কায় হাসপাতালে ছুটেছিলেন তিনি। তবে জানা গিয়েছে, সেরকম কিছু ঘটেনি। তবে চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন অজি সুপারস্টারকে।
আহত হলেও আসন্ন এসেজ সিরিজে ধারাভাষ্যকারের কাজ চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেগা দ্বৈরথ শুরু হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ থেকে গব্বায়।

 
 
 
 
 
 
 


 
 
 
