Friday, November 14, 2025

TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

টার্গেট ২০২৪। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি (Bjp) বিরোধিতায় এবং সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠনকে আরও মজবুত করত সোমবার কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূলের (Tmc) ওয়ার্কিং কমিটি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Bandopadhyay) মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian) জানান, সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠনকে মজবুত করতে দলীয় সংবিধানের কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হবে। পাশাপাশি তিনি জানান, শুধু বাংলা নয়, দলের ওয়ার্কিং কমিটিতে স্থান পাবেন অন্যান্য রাজ্যের নেতারাও।

এদিনের বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন ত্রিপুরা, মেঘালয়, উত্তরপ্রদেশ, গোয়ার তৃণমূল নেতারা। ছিলেন যশবন্ত সিনহাও। বৈঠকের বিজেপি বিরোধিতায় সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কীভাবে এগোবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকে বক্তব্য রাখেন সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের বর্ষীয়ান নেতারা। এই বৈঠকে সবাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে তরুণ ব্রিগেড ত্রিপুরায় নির্বাচনে শূন্য থেকে প্রধান বিরোধীদলে পরিণত হয়েছে তার জন্য অভিনন্দন জানান। প্রশংসিত হয় তরুণ প্রজন্মকে দলের কাজে নিয়ে অভিষেকের এগিয়ে যাওয়ার উদ্যোগ।

বৈঠকের পরে তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ২০২৪ সালে সারা দেশকে পথ দেখাবে। তৃণমূলের ডিএন‌এ পরিবর্তন হচ্ছে না, শুধু দলের সংবিধান পরিবর্তন করা হচ্ছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লিতে তৃণমূল নেত্রীর কাছে দলে যোগ দেওয়া পবন বর্মাও। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সবাইকে আন্দোলনে নামতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেই সেই লড়াইয়ের কান্ডারী।

আঞ্চলিক দলের থেকে বেরিয়ে এবার সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন মজবুত করছে তৃণমূল। মিজোরাম, থেকে ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশ, গোয়া, হরিয়ানা তৃণমূলের প্রভাব বাড়ছে। বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান কান্ডারী রূপে দেখছেন সারা ভারতের তৃণমূল নেতৃত্ব। এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই বার্তাই আবার সামনে এলো।

আরও পড়ুন- Kolkata Municipal Corporation Election 2021: প্রথমদিনেই মনোনয়ন জমা ফিরহাদ সহ হেভিওয়েটদের

spot_img

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...