Tuesday, November 11, 2025

পুরভোট নিয়ে দ্বিচারিতা! প্রার্থী খুঁজে না পেয়ে অজুহাত দিচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

পুরভোট নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুরভোট নিয়ে বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, পুর ভোটের আগেই হেরে বসে আছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর কথায় শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। একদিকে বিজেপির রাজ্য নেতারা যখন কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশন থেকে আদালতে দৌড়চ্ছেন তখন অমিত মালব্যর এই মন্তব্যে বঙ্গ বিজেপির কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। একই সঙ্গে প্রমাণিত তাঁদের দ্বিচারিতাও।

প্রসঙ্গত, বিজেপি প্রার্থীরা পুরভোটে প্রচার করতে পারছেন না। রাজ্য বিজেপির তরফে অমিত মালব্যর কাছে এই অভিযোগ করায় তিনি বলেন, এভাবে ভোট হয়না। ভোটের আগেই হেরে বসে আছেন আপনারা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি তো প্রার্থীই খুঁজে পাচ্ছে না, মানুষ ওদের পাশে নেই। দলের সিনিয়র নেতারা ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছেন। ফলে বিজেপির মুখে এসব অভিযোগ মানায় না।

এই প্রসঙ্গে কুণাল আরও বলেন, অমিত মালব্য আসল কথাটা বলে দিয়েছেন। ভোটের আগেই তো হেরে বসে আছে বিজেপি। বিজেপি হারবে এটা জেনেই আগে থেকে এসব অজুহাত খাড়া করতে চাইছে। একুশের বিধানসভা ভোট কেন্দ্রীয়বাহিনী দিয়েই হয়েছে। তখন নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছিল। তাও বিজেপি গোহারা হেরেছে। বিজেপি এ রাজ্যের ভোটে কেন্দ্রীয়বাহিনী, সিসিটিভি, ভিভিপ্যাট চাইছে। উল্টোদিকে ত্রিপুরা বা অন্য রাজ্যে যেখানে তাঁরা ক্ষমতায় আছে সেখানে বলছে এসবের কোনও প্রয়োজনই নেই। এই দ্বিচারিতাই বিজেপির আসল রূপ দেখিয়ে দিয়েছে।

এর সঙ্গে কুণাল আরও বলেন, কয়েক মাস আগেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই, এবার তা হবে না। কলকাতার পুর পরিষেবা, উন্নয়ন, ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের পাশাপাশি শহর কলকাতার মানুষও পেয়েছেন এবং পাচ্ছেন। ফলে আগামীদিনে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেখানে বিজেপি, সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করতে চাইবে না জনগণ।

আরও পড়ুন- বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কের, রাজ্য সভাপতি-রাজ্যপাল চুপ কেন? বিজেপিকে ধুইয়ে দিলেন কুণাল

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...