কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) অভিযুক্ত বিনয় মিশ্রের (Binay Mishra) ভাই বিকাশ মিশ্রকে (Bikash Mishra) গ্রেফতার করলেন সিবিআই আধিকারিকরা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে বিকাশকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

সিবিআই সূত্রে খবর, বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিকাশ। আপাতত সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে বিকাশকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুন-Bipin Rawat-এর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরাখণ্ডের, আগামিকাল দিল্লিতে শেষকৃত্য

তবে এখনই আদালতে তোলা সম্ভব নয় বিকাশ মিশ্রকে। হাসপাতাল থেকে ছাড়া পেলে তারপর আদালতে তুলবেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার গোয়েন্দারা। তবে সিবিআই সূত্রে খবর, আপাতত তাদের তত্ত্বাবধানেই হাসপাতালে থাকবেন কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই।
