Sunday, August 24, 2025

KMC 83: বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি খোদ বিজেপি প্রার্থীর স্ত্রীর! কিন্তু কেন?

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস: আসন্ন কলকাতা পুরভোটে (KMC Election) বিজেপিকে (BJP) ভোট না দেওয়ার আর্জি জানালেন খোদ বিজেপি প্রার্থীর স্ত্রী। এবং নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে পুত্র ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে সটান তৃণমূলের (TMC) সভামঞ্চে উঠে বিজেপি বিরোধী বক্তব্য রাখলেন ৮৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌরাঙ্গ সরকারের স্ত্রী লপিতা সরকার।

৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি লপিতাদেবী বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি বলেন, “একের পর আজ জনবিরোধী নীতি নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সমস্ত লাভজনক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে। প্রতিশ্রুতি নামে একের পর একের পর জুমলা। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সামাজিক প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রসংশা করেছেন। তাই বিজেপি নয়, নিজেদের ভালোর জন্য কলকাতা পুরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলকে ভোট দিন। বিজেপিকে একটিও ভোট দেবেন না ”

আরও পড়ুন:খেলা হবে: রাত পোহালেই শুরু হচ্ছে অভিষেকের এমপি কাপ ফুটবল, লড়াইয়ে বাবুল বনাম মনোজ

স্বামী গৌরাঙ্গ সরকার পুরভোটে বিজেপি প্রার্থী। এ প্রসঙ্গে লপিতাদেবী বলেন, “গণতান্ত্রিক দেশে সকলের ব্যক্তি স্বাধীনতা আছে। কে কোন দলকে সমর্থন করবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। প্রত্যেকের মত প্রকাশের অধিকার থাকা দরকার। ওনার মনে হয়েছে বিজেপি ঠিক, তাই তাদের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। আমার ও আমার ছেলে-বৌয়ের মনে হয়েছে, তৃণমূলকে সমর্থন করা দরকার, তাই আমরা সেটাই করছি। তবে গৌরাঙ্গবাবু সরাসরি বিজেপির ভোটে নাই দাঁড়াতে পারতেন। এই ঘটনায় আমি মর্মাহত। আমরা তাঁর সিদ্ধান্তে কষ্ট পেয়েছি। তাই আমিও তৃণমূলের হয়ে পথে নেমেছি।”

লপিতা সরকার আরও জানান, সরাসরি তৃণমূলের ঝাণ্ডা ধরে আগে কখনও রাস্তায় না নামলেও তিনি দীর্ঘদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। বিধানসভা ভোটের সময় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থনে লাগাতার বিজেপি বিরোধী প্রচার চালিয়েছেন। তিনি কালীঘাটের ভূমি কন্যা। তৃণমূল নেত্রীর প্রায় সমবয়সী। সরাসরি পরিচয় না থাকলেও,দূর থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে সমর্থন করে গিয়েছেন। ভবিষ্যতেই করবেন।

শুধু তাই নয়, এখন থেকে পুরভোট পর্যন্ত স্বামী গৌরাঙ্গ সরকার ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালাবেন।৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়ের হয়ে এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের স্বার্থে ভোট চাইবেন।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...