Monday, August 25, 2025

KMC 108: ১০৭-এর পর এবার সুশান্তর আলোয় আলোকিত হতে চায় ১০৮

Date:

Share post:

একটি সময়ে রাত গড়ালেই নিশ্চুপ হয়ে যেত গোটা এলাকা। ছিল না পর্যাপ্ত আলো। সেভাবে খোলা থাকতো না দোকানপাট। অল্প বৃষ্টিতে রাস্তায় জমতো জল। ছিল না ভালো নিকাশি ব্যবস্থা। ছিল না বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। মাত্র ১০ বছরে সেই “নেই রাজ্য”-কে কার্যত “স্বর্গ রাজ্য” বানিয়ে দিয়েছেন এলাকার বিদায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। হ্যাঁ, বাম আমলে পিছিয়ে থাকা কলকাতা পুরসভার (KMC) অন্তর্গত অনুন্নত ১০৭ নম্বর ওয়ার্ড এখন মিনি পার্কস্ট্রিট।

ঝাঁ চকচকে রাস্তা। আলো ঝলমলে পরিবেশ। দোকান-বাজার-রেস্টুরেন্ট প্রায় সারারাত খোলা থাকে। এলাকার পার্কগুলির সৌন্দর্যায়ন করেছেন সুশান্ত। পাশাপাশি, শহরের অন্যতম বড় সুপার স্পেশালিটি কমিউনিটি হল রয়েছে এই ১০৭ নম্বর ওয়ার্ডেই। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি পৌঁছে গিয়েছে এলাকার মানুষের ঘরে ঘরে। ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ৯০ শতাংশের বেশি মানুষ। করোনা মহামারি আবহে লকডাউন ও আমফান বিপর্যয়ের মাঝে মানুষের পাশে সুশান্ত ঘোষ অভিভাবকের মতো দাঁড়িতে সমস্ত সমস্যার সমাধান করেছেন। কমিউনিটি কিচেন খুলে প্রায় নিখরচায় মানুষের খাবারের জোগান দিয়েছেন সুশান্ত।

আরও পড়ুন:ত্রিপুরায় জোরদার আন্দোলন তৃণমূলের, ৫ জানুয়ারি রাজভবন অভিযানের ডাক

তবে আসন্ন পুরভোটে তপশিলি সংরক্ষণ হওয়ায় এবার অটোমেটিক চয়েজ সুশান্ত ঘোষের ১০৭ নম্বর ওয়ার্ড থেকে আর প্রার্থী হওয়া হয়নি। তাঁর মতো এখন যোগ্য কাউন্সিলর, উপযুক্ত অভিভাবক, দক্ষ বোরো চেয়ারম্যানকে এবার পাশের ১০৮ নম্বর ওয়ার্ড থেকে দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া ১০৮ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছলেও এই ওয়ার্ডে এখনও অনেক কাজ বাকি বলেই মনে করেন তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ। আগামিদিনে মানুষের আশীর্বাদ নিয়ে এই ওয়ার্ড থেকে পুর প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার ভোল বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন সুশান্ত। ১০৭ নম্বরের মতো ১০৮ নম্বর ওয়ার্ডকেও উন্নয়নের মগডালে বসাতে চান তিনি। মডেল ওয়ার্ড হিসেবে ১০৮ নম্বরকে কলকাতা পুরসভার বুকে প্রতিষ্ঠিত করার শপথ নিয়েছেন তিনি।

তৃণমূল প্রার্থী হিসেবে সুশান্ত ঘোষকে পেয়ে ১০৮ নম্বর ওয়ার্ডের মানুষ কী বলছেন? সুশান্তকে নিয়ে এলাকাবাসীদের ছোট্ট মন্তব্য, “চেনা বামনের পৈতে লাগে না…!

spot_img

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...