পুরভোটে সন্ত্রাসের (KMC Election HC Case) অভিযোগে এবার আদালতে সিপিএম-বিজেপি (CPIM BJP)। সোমবার ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার আদালতে মামলা করার অনুমতি চান। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বিজেপিও পুরভোটে অনিয়মের তথ্য প্রমাণ দিয়ে অভিযোগপত্র (KMC Election HC Case) দাখিল করার আবেদন জানিয়েছিল। সেই আবেদনও মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। দুটি আবেদনেরই শুনানি হবে ২৩ ডিসেম্বর।

আরও পড়ুন- Omicron: কড়া নাড়ছে তৃতীয় ঢেউ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৫০ পার

রবিবার ভোট চলাকালীনই সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। সন্ধেয় বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এর পরই গোটা পুরভোটের পুনর্নির্বাচন চেয়ে কমিশনে দরবার করার কথাও জানিয়েছিলেন শুভেন্দু।
