শীতে শরৎ-এর বিদায়। চলে গেলেন কবি শরৎকুমার মুখোপাধ্যায়। সোমবার রাত ৩টে ৩৫ নাগাদ মারা যান তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।বার্ধক্যজনিত নানা অসুস্থতার মধ্যে দিয়েই দিন কাটছিল কৃত্তিবাস-গোষ্ঠীর অন্যতম এই কবির।

আরও পড়ুন:Winter:শীতে জুবুথুবু রাজ্যবাসী, ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
পরিবারসূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তাঁর পরিবার-পরিজন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তাঁর। কবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি জগতে।
১৯৩১ সালে কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের জন্ম। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কবি প্রথম জীবনে ‘নমিতা মুখোপাধ্যায়’ ছদ্মনামে লিখতেন বলে জানা গিয়েছে। লিখেছেন ‘ত্রিশঙ্কু’ ছদ্মনামেও। ‘কৃত্তিবাস’ পত্রিকার অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর চর্চিত কবিতার বই ‘সোনার পিত্তলমূর্তি’, ‘অন্ধকার লেবুবন’, ‘আহত ভ্রুবিলাস’। সবমিলিয়ে প্রায় তেরোটি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। এ ছাড়াও অজস্র অনব্দ্য রচনা আছে তাঁর।
গড়িয়াহাট মোড়ের কাছে ‘মেঘমল্লার’ আবাসনের বাসিন্দা ছিলেন শরৎকুমার। স্ত্রী কবি বিজয়া মুখোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন। এবার চলে গেলেন সুনীল-শক্তির সতীর্থ। শরৎকুমার মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলার সংস্কৃতি মহলে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট সাহিত্যিক।
