Sunday, August 24, 2025

Narendra Modi: তৃণমূলের অভিনব কটাক্ষে জৌলুসহীন মোদির কানপুর মেট্রোর উদ্বোধন

Date:

Share post:

সামনের বছরই উত্তরপ্রদেশে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে মঙ্গলবার ফের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানপুরে এসে উদ্বোধন করলেন ১১ হাজার কোটির নবনির্মিত মেট্রো প্রকল্পের। স্রেফ উদ্বোধন করাই নয়, কানপুর মেট্রোয় সফরও করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আধিত্যনাথ (Yogi Adityanath) এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri)। নেটমাধ্যমে মেট্রো সফরের সেই ছবিও প্রকাশ করেন মোদি।

কানপুরে মহাসমারোহে যখন মেট্রো প্রকল্পের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী, সেই সময় করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া অগুনতি লাশকে তাঁর সঙ্গে জুড়ে দিয়ে কার্যতই যাবতীয় জৌলুসে কার্যতই চোনা ফেলে দিল তৃণমূল। মোদির পোস্ট করা ছবিতে যেখানে জানলা দিয়ে জনবসতি দেখা যাচ্ছে, সেখানে তৃণমূলের ওই ছবিতে করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া কোভিডে মৃত শয়ে শয়ে মৃতদেহের দৃশ্য জুড়ে দিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘কানপুর মেট্রোয় চেপে যাত্রা করছেন মোদি। গঙ্গার উদ্দেশে রওনা দিচ্ছেন, যেখানে হাজার হাজার কোভিড রোগীর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল।’

তৃণমূলের এই টুইটে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গায় একাধিক দেহ ভাসতে দেখা গিয়েছিল। সেই সময় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করছেন। এই দেহগুলি থেকে করোনাভাইরাস বা অন্য কোনও রোগ ছড়িয়ে পড়বে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ফিরহাদকে। এদিন গঙ্গায় দেহ ভেসে আসার সেই স্মৃতি সামনে রেখে নতুুন করে মোদি এবং যোগীকে একযোগে আক্রমণ করতে চেয়েছে রাজ্যের শাসক দল তা একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুন- BNCCI: শিল্প মানেই চিমনির ধোঁয়া নয়, বিভিন্ন আঙ্গিকে ভাবার পক্ষে বাণিজ্যমেলায় সায় বিশিষ্টদের

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...