Monday, August 25, 2025

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার, লাফিয়ে বাড়ছে ওমিক্রনও

Date:

Share post:

দেশ তথা গোটা বিশ্বে এই মুহূর্তে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(Omicron) উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একইসঙ্গে দেশজুড়ে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) তরফে প্রকাশিত রিপোর্টে জানা যায়, ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। একইভাবে দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে হাজারের গন্ডি।

ওমিক্রন উদ্বেগের মাঝে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট দাবি করছে, দেশে এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। এর মধ্যে ৩৭৪ জন ওমিক্রন আক্রান্ত এখনও অবধি সুস্থ হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এর পরই রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে ৩২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে কেরল (১০৯), গুজরাত (৯৭), রাজস্থান (৬৯), তেলঙ্গানা (৬২), তামিলনাড়ু (৪৬), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৬), হরিয়ানা (১৪), ওড়িশা (১৪) এবং পশ্চিমবঙ্গ (১১)। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন:Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্তের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার করলেও দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। যার অধিকাংশটাই কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার জেরে দেশে সক্রিয় রোগীও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৮ হাজার ৯৫৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৩৬১ জন।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...