আশঙ্কাকে সত্যি করেই উৎসবের মরশুমে লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। আজও ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। একলাফে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, দেশে করোনার এই নয়া রূপে আক্রান্ত ১,৫২৫ জন। তার মধ্যে সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যের ৪৬০ জনের শরীরে ওমিক্রন সংক্রমণের রিপোর্ট মিলেছে।অন্যদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দেশের ২১ শতাংশ মানুষ।
আরও পড়ুন:Weather Forecast:বছরের প্রথম রবিবারেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, জবুথবু রাজ্যবাসী
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৫ হাজার বেশি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্ত ২৫ হাজারের উপরে। ফের রাজধানী দিল্লিতে কোভিড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর মে মাসে দিল্লিতে কোভিড আক্রান্ত হয়েছিল ৩০০৯ জন। শনিবার রাজধানীতে আক্রান্তে সংখ্যা তাকে ছুঁয়ে ফেলেছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী নতুন করে ২,৭১৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে।
মহারাষ্ট্রের পরই ওমিক্রন আক্রান্তে হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গুজরাত ১৩৬, তামিলনাড়ু ১১৭, কেরল ১০৯, রাজস্থান ৬৯, তেলঙ্গানা ৬৭, কর্নাটক ৬৪, হরিয়ানা ৬৩, পশ্চিমবঙ্গ ২০, অন্ধ্রপ্রদেশ ১৭ এবং ওড়িশায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্য রাজ্যগুলোতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ এর কম।
