ফের বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপিতে মতুয়া সম্প্রদায়ের ‘পোস্টার বয়’ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর তারপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তাঁর দাবি, “আমাকে আর বিজেপির প্রয়োজন নেই। যেখানে আমার প্রয়োজনীয়তা নেই, সেখানে কেন থাকব?’ BJP-র সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছেড়ে বেরোনোর পর এবার কি দল ছাড়বেন শান্তনু? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জল্পনা উস্কে তিনি বলেন, “আগামীদিনে কী পদক্ষেপ নেব তা সংবাদ মাধ্যমকে জানাব।” তবে এখনই যে মন্ত্রিত্ব ছাড়ছেন না একথা স্পষ্ট করেছেন তিনি।

নতুন রাজ্য কমিটি গঠনের পরে তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে গেরুয়া শিবিরে। কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই এই অভিযোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন একের পর এক বিধায়ক-নেতা। সেই সময় শান্তনু ঠাকুরই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছিলেন। তাহলে হঠাৎ কেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে বেরিয়ে গেলেন? এর উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, “রাজ্য BJP-র আর আমাদের প্রয়োজন নেই। তাই আমরাও গ্রুপ থেকে বেরিয়ে এসেছি।” তাহলে কী তাঁর ইঙ্গিত মতুয়া ভোটের দিকে! বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের মন জয় করতে উঠে পড়ে লেগেছিলেন বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব। কিন্তু ভোট মিটতেই আর তাদের পাত্তা দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। বিরোধীরা এই অভিযোগ আগে অনেকবার করেছে। এবার খোদ এই অভিযোগ করলেন BJP সাংসদ। শান্তনু ঠাকুরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ