Friday, November 7, 2025

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ: ৩ সদস্যের কমিটি গঠন করে তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) নিরাপত্তায় গাফিলতির ঘটনা গোটা দেশে চাঞ্চল্য ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে পাঞ্জাব সরকার ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করে শুরু করেছে তদন্ত। পাঞ্জাব সরকারের(Punjab govt) পাশাপাশি এবার ৩ সদস্যের কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্তে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক(home ministry)। বৃহস্পতিবার তিন সদস্যের এই কমিটিতে সীলমোহর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭২ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে তদন্তকারী দলকে(Investigation team)।

জানা গিয়েছে, ডিফেন্স সেক্রেটারি সুরেশ কুমারের নেতৃত্বে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির তদন্ত করবে এই কমিটি। এ পাশাপাশি কমিটিতে রয়েছেন আইবি-র জয়েন্ট ডিরেক্টর বলবির কুমার ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের আইজি এস সুরেশ কুমার। গোটা ঘটনার তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে অমিত শাহকে তদন্ত রিপোর্ট পেশ করবে এই কমিটি। আর এই রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে আগামী পদক্ষেপ। তবে কেন্দ্রের পাশাপাশি ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গড়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জাব সরকারও। এই দলটি ও তাদের তদন্ত রিপোর্ট পেশ করবে তিন দিনের মধ্যে।

আরও পড়ুন:খালি চেয়ার তাই নিরাপত্তার অভিযোগ: কটাক্ষ সিধুর, মোদির মঙ্গলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিজেপির

উল্লেখ্য, নির্বাচন মুখর পাঞ্জাবে এক ঝাঁক উপহারের ঝুলি নিয়ে পাঞ্জাব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় মিনিট ২০ একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। যার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে ভাতিণ্ডা ফিরে আসেন মোদি। এই ঘটনাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় পাঞ্জাব সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রক ও বিজেপি। এ ঘটনার জেরে বিরক্তি প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। ফেরার পথে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বলবেন, আমি প্রাণে বেঁচে গিয়েছি।”

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...