করোনার (Corona) কারণে বাতিল হয়ে গেল শনিবারের এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির (Atk Mohunbagan-Bengaluru Fc) ম্যাচ। শনিবার এমনটা জানান হল আইএসএলের ( ISL) পক্ষ থেকে।

যা সম্ভাবনা ছিল, তাই হল। স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ফিরতি লেগের গ্রুপ ম্যাচ। শনিবার আইএসএলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় এই বিষয়টি।

এটিকে মোহনবাগান শিবিরে করোনা সংক্রমণের জেরে বিগত কয়েক দিন ধরেই বাতিল ছিল বাগানের অনুশীলন। এদিকে সূত্রের খবর বেঙ্গালুরু এফসি শিবিরেও করোনা সংক্রমণের জেরে তারাও অনুশীলনে নামতে পারেনি। এমনকি, দুই দলের হেড কোচেরা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাজির হয়নি। যার ফলে জোর সম্ভাবনা ছিল শনিবারের ম্যাচ স্থগিত হওয়ার। আর শেষমেষ সেটাই হল। বাতিল হল ম্যাচ।

ওড়িশা এফসির পর বেঙ্গালুরু এফসি। এই ম্যাচেও মাঠে নামা হল না এটিকে মোহনবাগানের। যদিও এই দুই ম্যাচ কবে খেলা হবে, সে নিয়ে কোনও কিছু জানান হয়নি আয়োজকদের তরফ থেকে।
আরও পড়ুন:Containment Zones: সংক্রমণ বাড়তেই কলকাতায় বাড়ানো হল কনটেইনমেন্ট জোন
