Friday, August 22, 2025

Arunachal Pradesh:সীমা অতিক্রম করে ভারতীয় কিশোরকে অপহরণ, অপহৃতকে ফেরাতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

সাহস বাড়ছে চিনা সেনার। অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে ১৭ বছরের এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে চিনা সেনার বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ করেন সে রাজ্যের সাংসদ তাপির গায়ো। এরপরই ওই কিশোরকে দেশে ফেরাতে তৎপর হয় ভারতীয় সেনা। জানা গিয়েছে,অরুণাচলের কিশোরকে দেশে ফেরাতে চিনের সঙ্গে হটলাইন স্থাপন করে আলোচনার শুরু করা হয় ভারতীয় সেনার তরফে।

আরও পড়ুন:India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

একটি টুইট করে সাংসদ তাপির গায়ো লেখেন, মিরাম তারন নামে এক কিশোরকে মঙ্গলবার অপহরণ করা হয়েছে। তাপির অভিযোগ, জিডো গ্রামের ওই দু’জন স্থানীয় শিকারিকে অরুণাচল প্রদেশের সাংপো নদীর তীর থেকে আটক করে চিনা সেনা। সিয়াং জেলার সিয়ুংগলা এলাকার মধ্যে বিশিং গ্রাম৷ এর অন্তর্গত লুংগটা জোর এলাকার মধ্যে ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই নাবালককে৷ ১৮ জানুয়ারি এই ঘটনা ঘটেছে৷ ২০১৮ সালে এই লুংগটা জোর এলাকায় চিন ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলেছে৷ টুইটে সাংসদ নিজেই ছেলেটির দুটি ছবি দিয়ে কেন্দ্রের কাছে ওই বালকের দ্রুত মুক্তির আবেদন জানান তিনি।


জানা গিয়েছে, মিরাম তারন  নামের ওই ১৭ বছরের কিশোর মঙ্গলবার তার এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাঁকে অপহরণ করে। মিরামের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য চিনা সেনার হাত থেকে রক্ষা পায়। সেই এসে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। বুধবার রাতে স্থানীয় সাংসদ তাপির গায়ো একের পর এক টুইট করে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন। পাশাপাশি অনুরোধ করেন, দ্রুত ভারতীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে মিরাম তারনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন গাঁও।

উল্লেখ্য, এর আগেও অরুণাচল প্রদেশ থেকে ভারতীয়দের অপহরণের অভিযোগ উঠেছিল লাল ফৌজের বিরুদ্ধে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলা থেকে ৫ যুবককে অপহরণ করে নেয় চিনের পিপলস লিবারেশন আর্মি। এক সপ্তাহ বাদে ওই অপহৃত যুবকদের ছেড়ে দেওয়া হয়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...