Thursday, August 21, 2025

“হাতেই পেলাম না চিঠি, শোকজের গল্প জেনে গেল মিডিয়া”! রাজ্য নেতৃত্বকে তোপ জয়প্রকাশের

Date:

Share post:

দল বিরোধী কার্যকলাপ বা মন্তব্যের জেরে বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumder) শোকজ করল রাজ্য নেতৃত্ব। অথচ তিনি নাকি নিজেই সে খবর জানেন না। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ফোন করে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, তখনই নাকি শোকজের বিষয়টি প্রথম শুনতে পান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়প্রকাশবাবুর কথায়, “আমি নিজেই এখনও হাতে কোনও চিঠি পাইনি। অথচ আমার শো’কজের চিঠি নাকি বিভিন্ন মিডিয়াতে ঘোরাফেরা করছে। যদি এটা সত্যি হয়, তাহলে কী বুঝতে হবে রাজ্য নেতৃত্ব আগে মিডিয়াকে জানায়, তারপর যাঁকে শোকজ করা হবে তাঁকে জানায়। নাকি দলের নিয়ম বদলে গিয়েছে। এখন আর সরাসরি কোনও পদাধিকারীকে নয়, মিডিয়ার মাধ্যমে শোকজ করার রীতি চালু হয়েছে দলে?”

বিজেপি সূত্রে খবর, জয়প্রকাশ মজুমদার ছাড়াও শোকজ নোটিশ ধরানো হয়েছে আদি বিজেপি নেতা বলে পরিচিত রীতেশ তিওয়ারিকেও। তাঁর কাছেও নাকি শোকজের নোটিশ ইতিমধ্যে চলে গিয়েছে। এ বিষয়ে রীতেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি।

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumder) নির্দেশেই জয়প্রকাশ মজুমদারের সল্টলেকের বাসভবনে পাঠানো ওই শোকজ নোটিশে তাঁর মন্তব্যের কারণ দর্শাতে বলা হয়েছে। একজন সিনিয়র নেতা ও দলের মুখপাত্র হয়ে কীভাবে দলের ভাবাবেগ নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন সংবাদমাধ্যমের সামনে, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে জয়প্রকাশবাবুর কাছে। শৃঙ্খলারক্ষা কমিটি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য অনুসারে দলের অনুশাসনের বাইরে গিয়ে কার্যত শৃঙ্খলাভঙ্গের মতো অপরাধ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশবাবু। আর এখানেই জয়প্রকাশ মজুমদারের পাল্টা যুক্তি, দলের শোকজ নোটিশ তাঁর হাতে আসার আগে কীভাবে জানতে পারলো মিডিয়া? এটা কোন শৃংখলার মধ্যে পড়ে? নাকি এখন দলের নেতাদের শোকজ নোটিশ মিডিয়ার মাধ্যমে জানানোর রীতি চালু হয়েছে রাজ্য বিজেপিতে?

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...