Sunday, November 2, 2025

বিজেপিতে ফের কেলেঙ্কারি, দল না করা ব্যক্তি এবার জেলা কমিটির সহ-সভাপতি

Date:

Share post:

গেরুয়া শিবিরে গৃহযুদ্ধের মধ্যেই ফের কেলেঙ্কারি। ঘোষিত হওয়া জেলা কমিটিতে স্থান পেলেন দলের বাইরের লোক। যা নিয়ে তোলপাড় বিজেপিতে (BJP)। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ারে (Alipurduar)। বছরখানেক আগে দল ছেড়েছিলেন। সেই নেতার নাম বিজেপির নতুন জেলা কমিটিতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল আলিপুরদুয়ারে (Alipurduar)। প্রায় একবছর আগে গেরুয়া শিবির ত্যাগ করা এক ব্যক্তিকে বিজেপির আলিপুর দুয়ারে নতুন জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

আলিপুর দুয়ার সাংগঠনিক জেলার ভাস্কর দে নামের ওই নেতা গতবছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। বুধবার নয়া জেলা কমিটি প্রকাশ্যে আসতে দেখা যায়, সহ-সভাপতি পদে নাম রয়েছে তাঁর। তালিকায় ফোন নম্বরটিও তাঁর। যা ফেলে ক্ষোভ উগরে দেন ভাস্কর দে। তাঁর কথায়, “গত একবছর ধরে বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিজেপির নেতাদের সঙ্গেও আমার যোগাযোগ নেই। এই দলে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। তাই পার্টি ছেড়ে ছিলাম। আমি এখন কোনও দল করি না। তবে রাজ্যে যারা উন্নয়ন করছে, তাদের পক্ষে আমি। সেখানে কীভাবে আমার নাম জেলা কমিটিতে ঢোকানো হল বুঝতে পারছি না।” এই ঘটনার পরই জেলাজুড়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে নতুন জেলা কমিটি কেন তৈরি হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই চাপের মুখে পড়ে তড়িঘড়ি বেশকিছু সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা করে বিজেপি। সেই তালিকাই বুধবার প্রকাশ্যে আসে। আর তা নিয়েই জেলায় জেলায় নতুন করে ক্ষোভে ফেটে পড়েছে আদি বিজেপি নেতারা। কারণ, জেলা কমিটিগুলিতে কার্যত গায়ের জোরে নব্য, দলবদলু, তৎকাল বিজেপিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...