Wednesday, November 12, 2025

SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

Date:

Share post:

নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার বিরোধিতায় সরব মহিলা কমিশন। কারণ, নয়া গাইডলাইন (SBI Guideline) অনুযায়ী, কোনও চাকরিপ্রার্থী কাজে যোগদানের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে ‘টেম্পোরারিলি আনফিট’ বলে ধরে নেওয়া হবে। সন্তান জন্মের চার মাস পরে তিনি কাজে যোগ দিতে পারবেন। এই বিজ্ঞপ্তির (Notice) বিরোধিতায় সরব হয়েছে মহিলা কমিশন।

সম্প্রতি নয়া কর্মী বা পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের শারীরিক ফিটনেস সংক্রান্ত নয়া নির্দেশিকা (SBI Guideline) জারি করেছে SBI। ৩১ ডিসেম্বরের জারি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও মহিলা যদি তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা হন, সেক্ষেত্রে তাঁকে ‘সাময়িকভাবে আনফিট’ বলে বিবেচনা করা হবে। প্রসবের চার মাস পরে তাঁরা কাজে যোগ দিতে পারেন। এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

‘মহিলা বিরোধী’ সেই গাইডলাইনের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ’ তরফে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়ে এসবিআইকে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও চিঠি দিয়েছেন সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। তাঁর অভিযোগ, মহিলাদের অধিকারকে খর্ব করা হচ্ছে।

গাইডলাইনের বিরোধিতা করে সরব হয়েছে মহিলা কমিশন। দিল্লি ও মুম্বই মহিলা কমিশনের তরফে গাইডলাইনের প্রত্যাহারের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। মুম্বই মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মলিয়ালের দাবি, এই সিদ্ধান্ত ‘অনৈতিক’ ও ‘পক্ষপাতদুষ্ট’।

তবে, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, ছয় মাসের বেশি কোনও অন্তঃসত্ত্বাকে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সন্তান প্রসবের চার থেকে ছয় মাস পরে তিনি কাজে যোগ দিতে পারেন। কিন্তু সেই নির্দেশিকা বদল ঘটিয়ে তিন মাস করেছে SBI। ফলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যেত ওই মহিলার ক্ষেত্রে সেগুলি পিছিয়ে যাবে।

 

spot_img

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...