Tuesday, August 26, 2025

ফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে

Date:

Share post:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU University) চির বিতর্কিত উপাচার্য এম জগদীশ কুমারকে(M Jagdish Kumar এবার বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ বা ইউজিসির অধ্যক্ষ পদে নিযুক্ত করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক(central education ministry)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের(central government) তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, এম জগদীশ কুমারকে ইউজিসির নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে ইউজিসির অধ্যক্ষ পদে ছিলেন অধ্যাপক ভিপি সিং। গত ডিসেম্বর মাসে তিনি ইস্তফা দেওয়ার পর এই পদটি খালি ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে অধ্যাপক জগদীশ কুমারকে। উল্লেখ্য, তেলেঙ্গানা জেলার বাসিন্দা জগদীশ কুমার আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এমএস ও পিএইচডি করে। ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলেন।

আরও পড়ুন:পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

তবে উপাচার্য হিসেবে নিজের কার্যকালে তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি হঠাৎ বাড়িয়ে দেন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ ফি বাড়ানো নিয়ে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি তিনি। এমনকি এই ঘটনায় পড়ুয়াদের তরফে অভিযোগ জানানো হলেও ফি বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। উপাচার্যের এহেন পদক্ষেপে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আন্দোলন হয়।

spot_img

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...