Thursday, August 21, 2025

মুজাফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয় ,বিজেপির চাপ বাড়িয়ে হুঁশিয়ারি টিকায়েতের

Date:

Share post:

আগেই ঘোষণা করা হয়েছিল কর্মসূচি। রবিবার পশ্চিম উত্তরপ্রদেশের মিরাটে সাংবাদিকদের মুখোমুখি হয সাধারণ মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন সংযুক্ত কিষান মোর্চার নেতারা । মিরাটে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার কোর কমিটির তিন নেতা হান্নান মোল্লা, রাকেশ টিকাইত ও যোগেন্দ্র যাদব।

যোগেন্দ্র যাদব টুইট করে বলেছেন, “আজ আমি বিপ্লবের ভূমি মিরাটে সংযুক্ত কিষান মোর্চার আবেদন নিয়ে হান্নান মোল্লা এবং রাকেশ টিকাইতের সাথে মিডিয়ার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি। একটিই বার্তা, ‘কৃষক বিরোধী বিজেপিকে শাস্তি দিন’।কৃষক নেতা রাকেশ টিকাইতও টুইট করে লিখেছেন, “পশ্চিম উত্তরপ্রদেশ উন্নয়নের কথা বলতে চায়। হিন্দু, মুসলিম উত্থাপন করে যারা ধর্মের কথা বলে তারা ভোট পাবেনা। মুজাফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয়।দেশেরই প্রধানমন্ত্রী আন্দোলনে শহীদ কৃষকদের নাম পর্যন্ত নেননি। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আন্দোলনে প্রাণ হারানো কৃষকদের শহীদ বলা থেকে বিরত রয়েছেন, কৃষকদের উচিত তাদের প্রার্থীদের প্রশ্ন করা।”

উল্লেখ্য, কিষাণ মোর্চা গত ৪ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সভা-সমাবেশের পরিবর্তে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হবে।কারণ, বিজেপি কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে।কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে একটি কমিটি গঠন এবং কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কিষান মোর্চার অনেক দাবি এখনও মানা হয়নি।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে । প্রথম দফায় উত্তর প্রদেশের ৫৮টি আসনে ভোট হবে।এই ৫৮টি আসন পশ্চিম উত্তর প্রদেশে এবং জাট ও মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...