Saturday, August 23, 2025

Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও

Date:

Share post:

জোর করে জমি দখল করবে না রাজ্য সরকার। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনা এই সরকারের আমলে ঘটবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সমাজবাদী পার্টির সমর্থনে লখনউয়ে প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের (Airport) জমি পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্র। রাজ্যে এসে অসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Sindhiya) এই বিষয় নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার কড়া জবাব দেন মমতা। এদিন তিনি স্পষ্ট বলেন, জোর করে জমি দখল করা হবে না। সিঙ্গুর, নন্দীগ্রামের মতো কাউকে জোর করা হবে না। তিনি প্রশ্ন তোলেন, “আমি কি জোর করে লোককে তাঁর জায়গা থেকে সরিয়ে দেব?” জমি পেলে দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজনীতি না করারও বার্তা দেন মমতা।

এর পাশাপাশি, এয়ারপোর্টে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বিক্রি করে দিলেও, কোনও কর্মীর যেন চাকরি না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের বেসরকারি নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তিনি বলেন, টাটাদের স্বাগত। কিন্তু কোনও কর্মীর যেন বেসরকারিকরণ নীতির ফলে চাকরি খোয়াতে না হয় এই বিষয়টি দেখতে হবে। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে এয়ারপোর্ট চত্বরে আন্দোলনরত এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...