Sunday, January 11, 2026

Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও

Date:

Share post:

জোর করে জমি দখল করবে না রাজ্য সরকার। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনা এই সরকারের আমলে ঘটবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সমাজবাদী পার্টির সমর্থনে লখনউয়ে প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের (Airport) জমি পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্র। রাজ্যে এসে অসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Sindhiya) এই বিষয় নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার কড়া জবাব দেন মমতা। এদিন তিনি স্পষ্ট বলেন, জোর করে জমি দখল করা হবে না। সিঙ্গুর, নন্দীগ্রামের মতো কাউকে জোর করা হবে না। তিনি প্রশ্ন তোলেন, “আমি কি জোর করে লোককে তাঁর জায়গা থেকে সরিয়ে দেব?” জমি পেলে দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজনীতি না করারও বার্তা দেন মমতা।

এর পাশাপাশি, এয়ারপোর্টে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বিক্রি করে দিলেও, কোনও কর্মীর যেন চাকরি না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের বেসরকারি নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তিনি বলেন, টাটাদের স্বাগত। কিন্তু কোনও কর্মীর যেন বেসরকারিকরণ নীতির ফলে চাকরি খোয়াতে না হয় এই বিষয়টি দেখতে হবে। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে এয়ারপোর্ট চত্বরে আন্দোলনরত এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...