পুরভোটের আগে ঘোষিত জোট হয়নি। কিন্তু শিলিগুড়িতে (Siliguri) ভোটের পরেই কংগ্রেসকে (Congress) পাশে চাইলেন বিদায়ী বাম কাউন্সিলর অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। তিনি জানালেন, কংগ্রেস যদি সমর্থন দিতে চায় তাহলে তাদের আপত্তি নেই। বোর্ড গঠন করতে হাত ধরতে পিছপা হবে না বামেরা। স্পষ্ট জানালেন সিপিআইএমের (Cpim) বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: Chief Minister: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন অনন্ত মহারাজের অনুষ্ঠানে
তাঁর এই প্রস্তাবে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। তাঁর কথায়, বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোট হয়েছিল। এ ক্ষেত্রে শিলিগুড়িতে (Siliguri) বোর্ড গঠন করতে যদি বামেদের কংগ্রেসের সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাঁরা পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন অধীর চৌধুরী। রাজনৈতিক মহলের মতে, ইভিএমে হার হবে জেনে আগেভাগে কংগ্রেসের হাত ধরার প্রস্তাব দিয়ে রাখলেন অশোক ভট্টাচার্য।
