এবার গ্রেফতার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। গ্রেফতার করালেন স্বয়ং সোহম। অভিযোগ, বিধায়ক সোহমের নাম করে তোলাবাজি করতো সজল। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও উঠেছিল সোহমের এই আপ্ত সহায়কের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে সোহম সংবাদ মাধ্যমকে বলেন, ”সজল মুখার্জি আমার নাম করে প্রতারণা করছিল বলে খবর পাচ্ছিলাম। চাকরির নাম করে প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করার প্রমাণ পেয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার কানে এসব অভিযোগ আসছিল। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। কিন্তু এরপর ভাবলাম, কেউ লিখিত দেয়নি ঠিকই কিন্তু যে মানুষগুলো এতোদিন প্রতারিত হচ্ছিল তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।”

একাধিক অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায়ের দায়িত্ব ছাঁটতে শুরু করেন সোহম। তখনই সোহমের নামে কুৎসা করতে শুরু করেন এই প্রতারক ব্যক্তি। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষও করে বলে অভিযোগ। সজলের এমন অপরাধের জন্য পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানায় অভিযোগ করেন বিধায়ক সোহম। পুলিশ গ্রেফতার করে সজলকে।

সোহমের একটি গাড়িও ছিল প্রতারকসজলের কাছে, সেই গাড়ি ফেরত দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা সোহমের কাছে দাবি করে সে। চণ্ডীপুরের মানুষের কাছে তাঁর আপ্ত সহায়কের এমন কীর্তির জন্য ক্ষমাও চান বিধায়ক সোহম চক্রবর্তী।

আরও পড়ুন- কলেজ পড়ুয়াদের হুমকি-আঘাত করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে FIR
