উত্তর ২৪ পরগনার নৈহাটির তৃণমূল নেতা রাণা দাশগুপ্তকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন:অর্জুন গড়ে লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিজেপি প্রার্থীর!

জানা গিয়েছে, বুধবার রাতে নৈহাটি তৃণমূলের ব্লক ১-এর সভাপতি রানা দাশগুপ্ত দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে শিবদাসপুরের পেপার মিলের কাছে গাড়ি থেকে নামেন তিনি। এই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরই গাড়িতে বোমা ছোঁড়া হয়।

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই সেখামে পৌঁছায় বীজপুর থানার পুলিশ।বীজপুরের ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পাণ্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তুষার কান্তি পাঠক।
