Sunday, August 24, 2025

ময়নাগুড়ির দুর্ঘটনায় গুরুত্ব,আধুনিক নয়া ১০০ ইঞ্জিন উৎপাদনের উদ্যোগ

Date:

Share post:

ময়নাগুড়ির দোমহনি রেল দুর্ঘটনার তদন্ত করতেই রেলের গাফিলতি উঠে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসটির ইঞ্জিনটি নির্ধারিত প্রযুক্তিগত পরীক্ষা না করিয়েই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। ফলে ঘটনায় রেলের মেরামতির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসেছে রেল মন্ত্রক। জানানো হয়েছে,যাত্রীবাহী ট্রেন চালানোর জন্যে নয়া আধুনিক ১০০টি ইঞ্জিন উৎপাদন করা হবে।

আরও পড়ুন:International Language Day: ‘আমরা সব ভাষাকে ভালোবাসি’, ভাষা দিবসে ট্যুইট মুখ্যমন্ত্রীর

রেল বোর্ড সূত্রের খবর, পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস ৫০টি করে এই WAP 7 উৎপাদন করবে। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার তদন্ত রিপোর্টে ইঞ্জিনের গাফিলতির বিষয়টি উঠে আসে। কমিশনার অফ রেলওয়ে সেফটি তার তদন্তে উল্লেখ করেন, যাত্রীবাহী ট্রেন চালানোর জন্যে যে ইঞ্জিন ব্যবহার হয় তার যথাযথ পরীক্ষা করা ও নজরদারিতে যেন কোনও ফাঁক না থাকে। তবে রেল আধিকারিকদের বক্তব্য, দেশে যত সংখ্যক ট্রেন চলাচল করে, সেই সংখ্যক ট্রেন চালানোর জন্যে পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিন নেই। তাই দীর্ঘদিন ধরে একই ইঞ্জিনকে বহুবার ব্যবহার করতে হয়। ময়নাগুড়ির রিপোর্ট সামনে আসার পরে রেল ইঞ্জিন নিয়ে সাবধানী ভারতীয় রেল। রেল আধিকারিকরা জানিয়েছেন,  একটি ইঞ্জিনের কোডাল লাইফ সাধারণত ২০ বছর থাকে। তাই ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

রেল বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দুই অর্থবর্ষে ২৩৮০টি ইঞ্জিন তৈরি করা হবে দেশের চার লোকোমোটিভ ওয়ার্কসে। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বোর্ডের ডিরেক্টর জানিয়েছেন, WAP 7 ও WAG 9H ইঞ্জিন উৎপাদন করা হবে। এর দায়িত্ব দেওয়া হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ডানকুনি, বারাণসী ও পাতিয়ালা লোকোমোটিভকে ।

অন্যদিকে, অতিমার পর্বে শূন্য হয়েছে রেলের ভাড়ার। তাই পণ্যবাহী ট্রেন চালিয়ে রেলের আয় বাড়াতে উদ্যাগী রেল। তাই যাত্রীবাহী ইঞ্জিনের সঙ্গে সঙ্গে পণ্যবাহী ২২৮০টি  ইঞ্জিন উৎপাদন করতে হবে বলে জানান হয়েছে। রেল বোর্ড সূত্রে খবর, চিত্তরঞ্জন লোকোমোটিভ আগামী দুই বছর ৪৫০ করে মোট ৯০০টি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন উৎপাদন করবে ৷ ডানকুনি করবে দুই বছরে ৯০টি করে ১৮০টি। বারাণসী লোকোমোটিভ করতে চলেছে দুই বছরে ৪৫০টি করে ৯০০টি। আর পাতিয়ালা লোকোমোটিভ করতে চলেছে ১৫০টি করে মোটি ৩০০টি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন WAG 9H উৎপাদন।

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...