Saturday, January 10, 2026

আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী

Date:

Share post:

যুবনেতা আনিস খানের রহস্য মৃত্যুর তদন্তের কিনারা করতে তৎপর সিট। যার জেরে মঙ্গলবার আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। আনিসের মৃত্যুর দিন ওই তিন পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। তাই তাঁদের গাফিলতির অভিযোগ এনে হাওড়া (গ্রামীণ) পুলিশের সুপার সৌম্য রায় এই সিদ্ধান্ত নিয়েছেন। সাসপেন্ড হওয়া তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুনঃআনিস খান হত্যাকাণ্ডে তিন সদস্যের SIT গঠন, নেতৃত্বে IPS জ্ঞানবন্ত সিং

পুলিশ সূত্রে খবর, আমতা থানার এএসআই, কনস্টেবল ও  এক হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার রাতে আনিসের পরিবারের তরফে থানায় গোটা বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই গোটা ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সেই কারণে এসপি নিজেই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিন পুলিশকর্মীকে গ্রেফতারের প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,”মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একটু ধৈর্য ধরুন, নিরপেক্ষ তদন্ত হবে। যে বা যারা দোষী সে শাস্তি পাবেই। কাউকে রেয়াত করা হবে না।”
সোমবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই আনিস খানের রহস্য-মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) পৌঁছে যায় আমতায়। আমতা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিটের সদস্যেরা।এর পরে আনিসের বাড়ি গিয়ে তাঁর পরিবার-পরিজনদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে নির্দেশ দেওয়ার পরেই আনিসের মৃত্যুর তদন্তে গঠন করা হয় সিট। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। ওই দলে থাকবেন সিআইডি-র ডিআইজি (অপারেশন) মিরাজ খালিদ, ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে এ‌বং সিআইডি-র এডিজি জ্ঞানবন্ত সিংহ। আগামী ১৫ দিনের মধ্যেই আনিস মৃত্যুর কিনারা করে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে সিট।

spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...