ফাগুনের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস তিলোত্তমায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে শীতের আমেজের পাশাপাশি কুয়াশার চাদরে ঢেকেছিল গোটা শহর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল শুক্রবার বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। আগামিকাল, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই জোড়া ফলায় ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার কোনও সম্ভাবনা নেই।
