Siddharth Mohite: টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুললেন মুম্বইয়ের ব্যাটার

শুক্রবার রাত থেকে ব্যাট করা শুরু করেছিলেন তিনি। টানা ৭২ ঘণ্টা ৫ মিনিট ব্যাট করে গিনেস বুকে (Guinness Book of World Record) নিজের নাম তুললেন বছর উনিশের মোহিতে।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার এক ঘণ্টা নেট প্র্যাকটিসের পর ৫ মিনিট বিশ্রাম নিতে পারেন। এভাবেই ব্যাটিং চালিয়ে গিয়েছেন সিদ্ধার্থ। মোহিতেকে বল করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়েছিল বোলারদের। প্রসঙ্গত, এর আগে নাগাড়ে ৫০ ঘণ্টারও বেশি সময় (৫০ ঘণ্টা ৪ মিনিট ৫১ সেকেন্ড) ব্যাট করে নতুন বিশ্বরেকর্ড করেছিলেন মোহিতে। ২০১৫ সালে পুণের বিরাগ মারে (Virag Mare) টানা ৫০ ঘণ্টা ব্যাট করেছিলেন। মারেকে টপকে মোহিতে টানা ব্যাট করে যাওয়ায় নয়া নজির গড়েন।

করোনার কারণে ক্রিকেট থমকে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়ে সিদ্ধার্থের কেরিয়ার। তিনি এমসিসি প্রো-৪০ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা। মোহিতের কথায়, করোনার জন্য আমার কেরিয়ারের দুটো বছর নষ্ট হয়েছে। এটা বড় ক্ষতি। তাই আলাদা কিছু করে দেখাতে চেয়েছিলাম।

আরও পড়ুন- রাত পোহালেই ১০৮টি পুরসভার ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

Previous articleকলকাতা বইমেলায় এই প্রথম ‘বাংলা পক্ষ’
Next articleকলকাতা বইমেলায় নেতাজির “মৃত্যুদিন ঘোষণা” করল অপদার্থ আয়োজক গিল্ড!