Saturday, November 8, 2025

Madan Mitra: মদন মিত্রর উদ্যোগে বদলালো অস্বস্তিকর জায়গার নাম

Date:

Share post:

‘জোড়া পায়খানা’ পালটে ফেলতে এবার উদ্যোগী হয়েছে হাঁদা ভোঁদা,বাঁটুলরা। এলাকাবাসীদের চরম আপত্তি থাকায় এবার তড়িঘড়ি ময়দানে নামতেই হচ্ছে তাঁদের। ঘটনা কামারহাটির(Kamarhati) ১৯ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ ঘোষ স্ট্রিট এলাকার। সেখানেই একটি জায়গার নাম ‘জোড়া পায়খানা মোড়’। স্বভাবতই এই নামেই চরম আপত্তি এলাকাবাসীর। বাম জমানা থেকেই ওই নাম ছলে আসছে,বারবার নাম পরিবর্তনের আবেদন করা হলেও তাঁতে আমল দেয়নি তৎকালীন বাম সরকার । এবার কামারহাটির বিধায়ক(MLA) মদন মিত্র (Madan Mitra)উদ্যোগ নিলেন। শুক্রবার ওই এলাকার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নামবদলের কথা জানিয়ে দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)।

কামারহাটি এলাকার ‘জোড়া পায়খানা মোড়’, নামটা উচ্চারণ করতেই কেমন যেন লাগে, তাই বারবার নতুন নামকরণের আবেদন করা হয়েছিল এলাকাবাসীর একাংশের পক্ষ থেকে। কিন্তু বাম জমানায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বরং গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু এ বার পুরভোটের সময় এই মোড়ের নাম বদলের দাবিতে নেটমাধ্যমে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই থেকেই বিষয়টি নজরে আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। স্থানীয় বিধায়কের উদ্যোগেই ওই মোড়ের নাম পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, প্রয়াত সাহিত্যিক নারায়ণ দেবনাথ (Narayan Debnath)এর নামানুসারে নতুন নাম দেওয়া হবে ‘নারায়ণ দেবনাথ মোড়’।

এই বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান যে প্রিয়নাথ ঘোষ স্ট্রিটের যে জায়গাটি ‘জোড়া পায়খানা মোড়’ হিসেবে পরিচিত ছিল, তার নাম পরিবর্তন করে ‘নারায়ণ দেবনাথ মোড়’ করা হচ্ছে। নতুন নামের ফলকও বসানো হবে।পুরসভা সূত্রে খবর প্রয়াত কার্টুন সাহিত্যিক নারায়ণ দেবনাথের নামে ওই মোড়ের নামকরণের বিষয়টিকে দ্রুত জনপ্রিয় করে তুলতে,এলাকার বাড়ি-ঘর,দেওয়াল এমনকি বিভিন্ন পাঁচিলে তাঁর সৃষ্ট জনপ্রিয় কার্টুন চরিত্রগুলি আঁকা হবে। পুরসভার নতুন বোর্ড গঠন করলেই এই বিষয়ে কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। স্থানীয় বিধায়ক হস্তক্ষেপ করায় কামারহাটি পুরসভা(Kamarhati Municipality), আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দেবে বলে পুরসভা সূত্রে খবর।

 

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...