জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ফের FATF-এর ‘ধূসর তালিকা’ভুক্ত পাকিস্তান

সন্ত্রাসবাদে মদতের অভিযোগে ফের একবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ভুক্ত হল পাকিস্তান(Pakistan)। শুক্রবার এফএটিএফের বৈঠকে ফের একবার ইমরান খানের দেশকে ‘ধূসর তালিকা’ভুক্ত করা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগে বারবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত। ভারতের সেই দাবীকে মান্যতা দিয়ে আগেই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল FATF। নতুন বছরেও FATF এর ধূসর তালিকা থেকে বের হতে পারল না ইমরানের দেশ।

আরও পড়ুন:একা লড়ে ঘুরে দাঁড়াচ্ছে দল, CPIM-এর কলকাতা জেলা সম্মেলনে একলা চলার পক্ষে সওয়াল

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (Financial Action Task Force) বা এফএটিএফ গোটা বিশ্বে অর্থপাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে। লস্কর ও জইশের মত জঙ্গি সংগঠনগুলোকে অর্থ জোগান দেওয়ার অভিযোগে ২০১৮ সালে এই তালিকাভুক্ত হয় পাকিস্তান। পাশাপাশি এই তালিকা থেকে বের হওয়ার জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত সেই শর্ত পূরণ করে উঠতে পারেনি ইমরানের দেশ। যার জেরে চলতি বছরেও পাকিস্তানের ওপর জারি রইল আর্থিক নিষেধাজ্ঞা।

Previous articleএকা লড়ে ঘুরে দাঁড়াচ্ছে দল, CPIM-এর কলকাতা জেলা সম্মেলনে একলা চলার পক্ষে সওয়াল
Next articleHowrah: হাওড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমানের গাঁজা, এনসিবির তৎপরতায় গ্রেফতার ৬