চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে। মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক। বাড়ি ডামডিম এলাকায়। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। জানা গেছে ডামডিমের বেশ কিছু ছাত্রী একসঙ্গে দলবেঁধে ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরিক্ষা দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবান্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি আসার সময় ওদলাবাড়ি রেল সেতুর কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।

আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা বলে মনে হলেও ছাত্রীর পরিবার থানায় গিয়ে তদন্তের দাবি জানিয়েছে। কীভাবে অতজন ছাত্রীর মধ্যে শুধু ওই মেয়েটিই পড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গীরা কী তাকে বাঁচানোর চেষ্টা করেনি? কেউ কী তাকে ঠেলে ফেলে দিয়েছিল? এই প্রশ্ন যেমন উঠছে পাশাপাশি ছাত্রীটি নিজেই ঝাঁপ দিয়েছিল কীনা তা নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্ত হলে অনেক রহস্যের সমাধান হবে।
