Tuesday, August 26, 2025

অনুপম দত্ত হত্যাকাণ্ডে ধৃত আরও ১, মোমবাতি মিছিলে হাঁটলেন স্ত্রী মীনাক্ষিও

Date:

Share post:

পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত (Anupam Dutta Murder Case) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃত শম্ভু পণ্ডিতের মাসতুতো ভাই সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদিন মৃত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষি দত্ত (Minakshi Dutta) বলেন,”বাপি পণ্ডিত বিজেপির (BJP) কর্মী। এটা পুরো প্ল্যান করে করা। বিজেপির যে জমিটা আগরপাড়া থেকে সরে যেতে শুরু করেছিল তাই এভাবেই বদলা নিল। এর মধ্যে বাপি পণ্ডিত (Bapi Pandit) একা নেই। বিজেপির আরও অনেকে রয়েছেন। আমি চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।”

অনুপম দত্তের খুনের (Anupam Dutta Murder Case) ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগরপাড়ায় মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীরা৷ মিছিলে হাঁটেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তও৷ তিনি বলেন, পুলিশি তৎপরতায় তিনি খুশি। তবে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলেই তিনি মনে করেন৷ এলাকার পরিত্যক্ত মাঠ দখলকে কেন্দ্র করেই তাঁর স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ মীনাক্ষির৷ সিআইডি তদন্তেও আস্থা রাখছেন নিহত কাউন্সলিরের স্ত্রী৷ অন্যদিকে তিনি রাজনীতিতে আসতে চাইছেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-যে কোনও মৃত্যুই দুঃখজনক, দোষীরা শাস্তি পাবে, ঝালদা কাণ্ডে স্পষ্ট জানালেন পার্থ চট্টোপাধ্যায়

গত রবিবার সন্ধেয় খুন হন পানিহাটি পুরসভার (Panihati Municipality) তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ ঠিক পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করে পুলিশ৷ তারপর থেকে একেরপর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।




spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...