শুক্রবার সকালে ব্যস্ত কাজের সময় লালবাজার অভিযান করে কংগ্রেস। আর সেই মিছিল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল মহানগরে। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, ঝালদা ও পানিহাটিতে দুই কাউন্সিলর খুন এবং আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা। মিছিলের গন্তব্য ছিল ধর্মতলা থেকে লালবাজার পর্যন্ত । কিন্তু বেন্টিঙ্ক স্ট্রিটের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে মিছিল বন্ধ করার জন্য অনুরোধ করে। কিন্তু পুলিশের অনুরোধ মানতে রাজি হন না কংগ্রেস কর্মীরা। তারা রাস্তা আটকে বসে পড়ে অবরোধ-বিক্ষোভ দেখাতে শুুরু জেরে। অফিস টাইমের ব্যস্ত কাজের সময়ে এভাবে রাস্তা আটকে দেওয়ায় স্তব্ধ হয়ে যায় যান চলাাচল। যানজট শুরু হয়ে যায় বেন্টিঙ্ক স্ট্রিট এলাকাজুড়ে। শেষে পুলিশ বাধ্য হয়ে মিছিল বন্ধ করে দেয়। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ।
