দোলে রিজেন্ট পার্ক এলাকায় চললো গুলি, মৃত্যু এক ব্যক্তির

দোলের দিন শুটআউট শহরে। বচসার জেরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় চলল এলোপাথাড়ি গুলি। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকা।গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর হয়। মৃতের নাম দিলীপ সিংহ। এলাকায় উত্তেজনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শুক্রবার সকালে যখন দোল উৎসবে সকলে মাতোয়ারা, ঠিক তখনই তাল কাটে। নতুন পল্লি এলাকায় কয়েজন বাইকে করে এসে এলোপাথাড়ি
গুলি চালায়। গুলি লাগে দিলীপ সিংহ নামের ওই ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই মৃত্যু হয় দিলীপের।