Wednesday, December 3, 2025

চতুর্থ ঢেউ আটকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম সতর্কবার্তা কেন্দ্রর

Date:

Share post:

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বেড়ে উঠেছে বিশ্বে। ভারতের মাটিতে তা আছড়ে পড়ার আগে আগাম সতর্কতা নিল কেন্দ্রীয় সরকার। চতুর্থ ঢেউ যাতে দেশে বিপদের কারণ হয়ে না ওঠে তার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পাঁচ দফা কৌশলে’ পদক্ষেপ নেওয়া পরামর্শ দেওয়া হল।

কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ যে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পরামর্শ দিয়েছেন তা হল পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিত্‍সা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সেন্টিনেল সাইটগুলির মাধ্যমে INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত সংখ্যায় নমুনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। কেন্দ্রের স্বাস্থ্য সচিব আরও বলেছেন, সংক্রমণের নতুন ক্লাস্টার থাকলে সেগুলির তদারকির মাধ্যমে কার্যকরী নজরদারি, নিয়ম অনুযায়ী পরীক্ষা ও আইএলআই ও সারি কেসের পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগাম কোনও সতর্কতার সঙ্কেত নজর না এড়িয়ে যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন:বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যারা টিকা নেওয়ার যোগ্য, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য উত্‍সাহিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজ্যগুলিকে। তিনি বলেছেন, সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত ও শ্বাসপ্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...