রামপুরহাটের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জানায়, রামপুরহাটে আগুনে মৃত্যু। দুঃখের। অবাঞ্ছিত। কিন্তু এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য বিবাদ। এর আগের দিন তৃণমূল উপপ্রধানকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তিনি জনপ্রিয় ছিলেন। গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছিল। রাতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ, দমকল ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: Birbhum Fire:রামপুরহাটের বটকুই গ্রামে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা
রামপুরহাটের ঘটনায় সরকার তৎপরতার সঙ্গে যা যা করার করছে। ওসি ক্লোজড। এসডিপিও অপসারিত। তিন সদস্যের সিট: জ্ঞানবন্ত সিং, মীরজ খালিদ, সঞ্জয় সিং। যথাযথ তদন্ত হবে। দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না ষড়যন্ত্র, সবটা খতিয়ে দেখা হবে। তবে এই আগুনের ঘটনায় রাজনীতি নেই।
রামপুরহাটের আগুনের ঘটনায় রাজনীতি নেই। মৃত্যু দুঃখের। এইভাবে মৃত্যু আরও দুঃখের। যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, তাঁদের রাজ্য থেকেও আমাদের প্রায়শই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে হয়। বিজেপি ও এন ডি এ শাসিত রাজ্যে নিয়মিত অপমৃত্যু ও হত্যা চলছে। বাংলার পরিস্থিতি ভালো। তদন্ত চলছে।

1/3: রামপুরহাটে আগুনে মৃত্যু।
দুঃখের। অবাঞ্ছিত।
কিন্তু এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য বিবাদ।
এর আগের দিন তৃণমূল উপপ্রধানকে পরিকল্পিতভাবে খুন করা হয়।
তিনি জনপ্রিয় ছিলেন।
গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছিল।
রাতে আগুনের ঘটনা ঘটে।
পুলিশ, দমকল ব্যবস্থা নিয়েছে।
More— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 22, 2022
2/3: রামপুরহাটের ঘটনায় সরকার তৎপরতার সঙ্গে যা যা করার করছে।
ওসি ক্লোজড।
এসডিপিও অপসারিত।
তিন সদস্যের সিট: জ্ঞানবন্ত সিং, মীরজ খালিদ, সঞ্জয় সিং।
যথাযথ তদন্ত হবে।
দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না ষড়যন্ত্র, সবটা খতিয়ে দেখা হবে।
তবে এই আগুনের ঘটনায় রাজনীতি নেই।
More— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 22, 2022
3/3: রামপুরহাটের আগুনের ঘটনায় রাজনীতি নেই।
মৃত্যু দুঃখের। এইভাবে মৃত্যু আরও দুঃখের।
যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, তাঁদের রাজ্য থেকেও আমাদের প্রায়শই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে হয়। বিজেপি
ও এন ডি এ শাসিত রাজ্যে নিয়মিত অপমৃত্যু ও হত্যা চলছে।
বাংলার পরিস্থিতি ভালো।
তদন্ত চলছে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 22, 2022